বাজ পড়লে বা পাওয়ার লাইনে অতিরিক্ত ভোল্ট এলে এমপিয়ার বেরে নষ্ট হতে পারে আপনাদের টিভি-ফ্রিজ-মোবাইল সহ সকল প্রকার বৈদ্যুতিক জিনিসপত্র! কী কী সতর্কতা নেবেন জানেন এবং প্রতিকারের ব্যবস্থা নিন!
Lightning Safety Alert: বিদ্যুৎ চমকানোর সময় সঠিক পদ্ধতি না মেনে চলার কারনে কিন্তু এই সময় নষ্ট হতে পারে কম্পিউটার, ব্যাংকে ব্যবহারিত সার্ভার, কারখানার পাওয়ার লাইন সংযুক্ত ইকিউপমেন্ট, আইটি ইকিউপমেন্ট, টেলকো ইকিউপমেন্ট, ভবনের লিফটের ইকিউপমেন্ট,ছাদে স্থাপিত এয়ারকন্ডিশ্ন প্লান্ট,টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, আর্মস- এমিয়েশন ষ্টোর, হাসপাতালের ইকিউপমেন্ট এবং অন্যান্য বৈদ্যুতিক জিনিসপত্র ।
শুরু হয়েছে কালবৈশাখী। বেশ কিছু জায়গা থেকেই আসছে বজ্রপাতের খবর। বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময়সঠিক পদ্ধতি না মেনে চলার কারনে কিন্তু এই সময় নষ্ট হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র ।
বিশেষজ্ঞদের মতে, ঝড়বৃষ্টির সময় বাহিরে যদি প্রবল মাত্রায় বজ্রপাত হতে থাকে, তাহলে সবার আগে ঘরে থাকা সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্র সংযোগ বিচ্ছিন্ন করে দিন । এটি অত্যন্ত দ্রুত করতে হবে । তুমুল বজ্রপাতের সময় অবশ্যই টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে শুরু করে ঘরে থাকা যেকোন বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিতে হবে এবং আপনে বাহিরে না থেকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থত কোন ঘর বা ভবনে প্রবেশ করবেন।
প্রতিকার ব্যবস্থা(Protection Systems):
তাই বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ সংযোগ অবস্থা রেখে প্রতিটি ভবন/বাড়ী, কারখানা, ইন্টারনেট, ল্যান্ডফোন এবং মোবাইল নেটওয়ার্ক-এ ব্যবহার করতে হবে লাইটেনিং প্রটেকশন ডিভাইস, সার্জ -প্রটেকশন ডিভাইস এবং আর্থিং ব্যবস্থা । তাহা হইলেই বাজ পড়লে বা পাওয়ার লাইনে অতিরিক্ত ভোল্টেজ আসলেও আপনার টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, মোবাইল ফোন, ল্যান্ডফোন, সার্ভার ,ইন্টারনেট এবং কারখানা বিদ্যুৎ বিছিন্ন করতে হবে না। আমরা উক্ত ডিভাইসগুলো আপনার স্থাপনা/ভবন, ব্যাংকে, হাসপাতালে, টেলকোতে এবং কারখানার সরবরাহ ও স্থাপন করে দিব। যাহাতে বজ্রপাত/ অতিরিক্ত ভোল্টেজ (অতিরিক্ত অ্যামপিয়ার ) হইতে আপনার বৈদ্যুতিক জিনিসপত্র রক্ষা পায় ।